উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পুরসভা নির্বাচনের প্রার্থীরা জমা দিলেন নমিনেশন।

কয়েক  ঘন্টা কাটতে না কাটতেই ঘুড়ে দাড়াবার মড়িয়া চেষ্টায় উত্তর দিনাজপুর জেলার জেলা কংগ্রেসের।  ইতিমধ্যেই রায়গঞ্জ পুরসভা নির্বাচনের জন্য কংগ্রেসের তিন জন প্রার্থী জমা দিলেন নমিনেশন। জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত (ওয়ার্ড ২৬), সাধারণ সম্পাদক পবিত্র চন্দ (ওয়ার্ড ২৭),  তনুশ্রী দাস পোদ্দার (ওয়ার্ড ২)। পাশাপাশি জেলা কংগ্রেস সভাপতি জানালেন বামেদের সাথে সিট ভাগাভাগিতে ১৮ সিট আছে আমাদের, আমরা সবকটি আসনেই প্রার্থী দেবো। কিন্তু যেই জেলা কংগ্রেস কার্যালয়ে পুরসভা ভোটের আগে পা রাখার জায়গা মেলে না। সেই জেলা দপ্তরে মেরেকেটে ৬০ থেকে ৭০ জন নেতাকর্মীর বেশী দেখা গেল না এদিন। তবুও গড় সামলাতে মড়িয়া লড়াইয়ে চোয়াল শক্ত করে ফের স্বমহিমায় ঘুরে দাড়াতে দেখা গেল জেলা সভাপতি মোহিত সেনগুপ্তকে। সুত্রের খবর দীপা দাসমুন্সির অনুরোধ, রাজ্য নেতৃত্বর পাশে থাকার আশ্বাস এর পাশাপাশি রায়গঞ্জ এর প্রচুর সাধারন নাগরিক এর টেলিফোনিক ও সাক্ষাতে অনুরোধেই লড়াইয়ে আসার সিদ্ধান্তে জেলা কংগ্রেস।  মোহিত বাবু যেমন স্বীকার করছেন আমাদের ঘোষিত প্রার্থীরা তৃণমুলে চলে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। তাই নতুন প্রার্থী দিতে একটু দেরী হচ্ছে আমাদের। পাশাপাশি তৃণমুল কংগ্রেস প্রচার সভা শুরুই করে উঠতে পারছে না শুধু দল বদলের সভার চাপে বলে দলের তরফে দাবী করা হচ্ছে। জেলা সভাপতি অমল আচার্য্য পরিষ্কার জানিয়েছেন কংগ্রেসের ঘোষিত প্রার্থীদের অনেকেই তৃণমুলে যোগদান করতে চাইছেন। কিন্তু তাদের সবাইকে দলে স্বাগত জানালেও টিকিট দেওয়া সম্ভব হবে না। সুত্রের খবর টিকিট না পেয়ে কয়েকজন দল ত্যাগী কংগ্রেস প্রার্থী ফের ঘরে ফিরে আসতে পারেন। মোটের ওপর ২৪ তারিখের আগে রায়গঞ্জ এর পুরভোটের ছবি কোনদিকে যাবে তা বলা মুস্কিল। তবে ঘটনা যাই ঘটুক বর্তমানে কংগ্রেস অফিসে যেমন কর্মীর দেখাই নেই উল্টোদিকে তৃনমুলে কিন্তু প্রতিদিনই কংগ্রেস কর্মীরাই যোদদান করছেন।